শেকল ভাঙার গান
শেকল ভাঙার গান। আলী হোসেন শিখোল ভাঙার গান আজ গাই না সে সময় নাকি নেই আর শৃঙ্খলিত জীবন বোধ, মানবতা আজ অক্টোপাসের আগলে নাবিশ্বাস তার ইরাক আফগান প্যালেস্তাইন জগৎ জুড়ে আজ শকুনের দৃষ্টি দানবের সন্ত্রাস জীবন বড় অসহায় তাই। দানবের দাপটে শ্বাসরুদ্ধ প্রগতির মাটি আজ মরুময় ধর্মের নামে শৃঙ্খলিত মার্কেটিংয়ের কব্জায় বিশ্বজুড়ে হেঁসেলের কড়িকাঠে কড়া নাড়ে দরজায় নয়া ঔপনিবেশিকতার অনুপ্রবেশ সংস্কৃতি ও মনস্তত্ত্বের শিকল পরাবে তাই; তাই গান নয় চাই, শিকল ভাঙার লড়াই। -------x------ Saturday, January 24, 2009 5:46:26 PM