Skip to main content

Posts

Featured

শেকল ভাঙার গান

শেকল ভাঙার গান। আলী হোসেন  শিখোল ভাঙার গান আজ গাই না সে সময় নাকি নেই আর শৃঙ্খলিত জীবন বোধ, মানবতা           আজ অক্টোপাসের আগলে নাবিশ্বাস তার ইরাক আফগান প্যালেস্তাইন জগৎ জুড়ে আজ শকুনের দৃষ্টি দানবের সন্ত্রাস           জীবন বড় অসহায় তাই। দানবের দাপটে শ্বাসরুদ্ধ প্রগতির মাটি আজ মরুময় ধর্মের নামে শৃঙ্খলিত           মার্কেটিংয়ের কব্জায় বিশ্বজুড়ে হেঁসেলের কড়িকাঠে  কড়া নাড়ে দরজায় নয়া ঔপনিবেশিকতার অনুপ্রবেশ সংস্কৃতি ও মনস্তত্ত্বের           শিকল পরাবে তাই; তাই গান নয় চাই, শিকল ভাঙার লড়াই। -------x------ Saturday, January 24, 2009 5:46:26 PM

Latest Posts

আলেকজান্ডারের খোঁজ

তবু বয়ে যায় সকাল

ছেঁড়া সুখ-স্বপ্ন

মুক্তির গান

শীত ঘুম থেকে

পূনর্জন্ম

স্বাধীনতা তুমি কার

স্বপ্ন

জান্তব জীবন

ধ্রুবতারা