ধ্রুবতারা
এখনো জ্বলছে ধ্রুবতারা, জ্বলছে অবিরত
তোমার আর আমার মধ্যে সেতুবন্ধ হয়ে ।
তবু মনে রাখিনি,
রাখিনি তোমার জন্য ডেকে আনা
শ্রাবণের বৃষ্টির মত স্ফটিক ভালোবাসা।
আর, ভালোবাসা ভাগ হয় না জেনে
তুমি চেয়ে থেকেছো আমার চোখে,
বর্ষার পাখির মত,সারা সকাল, সকাল থেকে সন্ধ্যে
ভালোবাসা ছাড়া জীবন বাড়ে না বলে,
কিম্বা এখনো তারা জ্বলছে বলে
তোমার আমার - সন্ধ্যার ধ্রুবতারা।
--------****-------
তোমার আর আমার মধ্যে সেতুবন্ধ হয়ে ।
তবু মনে রাখিনি,
রাখিনি তোমার জন্য ডেকে আনা
শ্রাবণের বৃষ্টির মত স্ফটিক ভালোবাসা।
আর, ভালোবাসা ভাগ হয় না জেনে
তুমি চেয়ে থেকেছো আমার চোখে,
বর্ষার পাখির মত,সারা সকাল, সকাল থেকে সন্ধ্যে
ভালোবাসা ছাড়া জীবন বাড়ে না বলে,
কিম্বা এখনো তারা জ্বলছে বলে
তোমার আমার - সন্ধ্যার ধ্রুবতারা।
--------****-------
সোমবার, 09 মে 2011
9.42.38 অপরাহ্ন
9.42.38 অপরাহ্ন
Comments
Post a Comment