তবু বয়ে যায় সকাল
তবু বয়ে যায় সকাল
আলী হোসেন
আজ চল্লিশে চল্লিশা চোখে নিশুতি রাত্রে দেখি
এ কোন সকাল
চিকন ঠোঁটের এক দানা তিল
আমাকে স্বপ্ন দেখায়
আজ
রক্তরাঙা ফাগুনের দিনগুলি
ফিরে আসে চেনা-অচেনা চেহেরায়
বহুদিন দেখিনি যা
জীবন খাতার পুরনো পাতায়
নতুন তুলির টানে
টিনেজ মনের ডানা মেলার চঞ্চলতা
ছেড়ে ব্যর্থতায়
ডানা ভাঙ্গা পাখির মত
তবু প্রতিদিন পুরনো সূর্য ওঠে
নতুন তেজে
বয়ে যায় সকাল সন্ধ্যার টানে।
------x-------
Comments
Post a Comment