জান্তব জীবন

জীবনের গভীরে, তারও গভীরে আছো তুমি
বাঁধন-ছাড়া হয়ে ভাসিয়ে দিয়েছো তোমার সাম্পান
যে ভালো আর মন্দের ধার ধারো নি কখনও
সেই তুমি...রঙ-বাহারি পোশাকের নিচে বেঁধে রেখেছো
তোমার নগ্নতা;
তার-ই মোড়কে তোমার জান্তব অভ্যাস
সেই অভ্যাসের দাসানুদাস তুমি, মেপে মেপে পথ হাঁটো
সমস্ত জীবন জুড়ে দেওয়া কাঁটা তারের বেড়া ডিঙিয়ে যাও,
কিম্বা মাড়িয়ে যাও সন্তর্পণে।

চুপি চুপি আমার কামনার কারাগারের গভীরে থেকে যাও
তুমি, তুমি আমার একান্ত এক
জান্তব জীবন।

--------****-------

সোমবার, 25 এপ্রিল 2011
00.59.47

Comments

Popular Posts