আলেকজান্ডারের খোঁজ

আলেকজান্ডারের খোঁজ - আলী হোসেন 

জীবনের জন্য পথ হাঁটাটা
শুরু সেই কবে
    পাথরে পাথর ঢুকে
        জয় গানের যাত্রা
            এখনো থামেনি

নিরলস পায়ে পথ চলা
    ভেঙে ফেলা বা বেড়ে ওঠার জন্য
        কথা বলা
            এখনো ফুরায়নি

অশোকের শোকে মাথাকূটে 
    প্রজাতশল্য আজ আভিধানিক
        স্যালুটের হুংকার তাই
            এখনো লুকায়নি

জেরুজালেম থেকে মক্কা
    মক্কা হয়ে লুম্বিনির আকাশে
        প্রেমের কাকলি
                এখনো মিলায় নি

 তাই জীবনের স্বপ্ন
        আর
            স্বপ্নের জীবনের খোঁজ, নতুনের আকুতি
        এখনো ফুরায় নি
    ফুরোয়নি 
আলেকজান্ডারের খোঁজ।
------x-------
20 January 2009
6:34:35 PM

Comments

Popular Posts