পূনর্জন্ম
যদি জোর করি, তুমি বলবে ধর্ষক
যদি চুমু খাই, বলবে লম্পট দেখ, নাক লজ্জার মাথা খেয়েছে।
যদি এড়িয়ে চলি, বলবে দেমাক দেখেছ!
আসলে আমি যা-ই করি তা কেবল
আমার ইচ্ছাকে তোমার মত করে
কেননা, তোমার ইচ্ছায় তো আমার কোন
উত্তরাধিকার নেই,
নেই বলেই বোধ হয় মেলে না কিছুই।
আমার ইচ্ছাকে তোমার মত করে
কেননা, তোমার ইচ্ছায় তো আমার কোন
উত্তরাধিকার নেই,
নেই বলেই বোধ হয় মেলে না কিছুই।
অধিকারের আঙসুড়ি দিয়ে আকাশের
চাঁদকে তোমার কপালের টিপের মত
নামিয়ে আনতে চাই যখন
আমার নগ্ন যৌবন দিয়ে কোনো কালবেলায়,
তুমি কঁকিয়ে ওঠো।
আমি লঘু-প্রেমিক, বিদ্রোহী নাম পাই,
তোমার পাওয়ায় আমার চাওয়ার
পুনর্জন্ম হয়।
-----------//-----------
পুনর্জন্ম হয়।
-----------//-----------
নতুন গতি / ১২.১০.২০২০ প্রকাশিত
Saturday, August 08, 2009
11:33:14 PM
Comments
Post a Comment