ছেঁড়া সুখ-স্বপ্ন
ছেঁড়া সুখ-স্বপ্ন। আলী হোসেন
বৃষ্টি ভেজা সবুজের সতেজতায়নবারুনের উৎফুল্লতা
আজ আর নেই
ঘামে ভেজা স্যান্ডোর গন্ধের মত্ততায়
দিন বদলের স্বপ্ন
তাই আর নেই
উড়ন্ত পাখির ছিড়ে যাওয়া পালকের মত
গতি মুখ আমার
তাই আজ দিশাহীন
মুনাফার ঘেরাটোপে চেতনার গতি
বেসামাল চেতনার রুগ্নতা
তাই আজ সীমাহীন।
কবে সেই সোনামুখী স্বপ্ন ভরে দেবে একদিন
চেতনার দৈন্যতা ছাড়িয়ে
চেতনায় বিপ্লব আনবে
দেখে যাই, দেখি আজও
সেই ছেঁড়া সুখ-স্বপ্ন।
------x-------
21/12/2008
12:08 AM
Comments
Post a Comment