স্বপ্ন

স্বপ্নের কী কোন মানে আছে?
জানিনা,
ভেবেও দেখিনি কোন দিন।
শুধু স্বপ্ন দেখে গেছি আজন্ম,
ওখানেই তো আমার আমিকে আপন করে পাই
কিমবা ভালো লাগে তাই।

কেন ভালো লাগে, তা নিয়েও ভাবিনি কোন দিন।
ভাবতে গিয়ে যদি স্বপ্নের ছোঁয়া
আর ছোঁয়া-মাখা সুখটুকুও হারাতে হয়!
পৃথিবীতে ওটুকুই তো শুধু দামি

যা দাম দিয়ে নিতে হয় না, এখনও।

----------***--------

24-Apr-11 7:27:37 PM

Comments

Popular Posts