শীত ঘুম থেকে
শীত ঘুম থেকে
আলী হোসেনের পুরনো কবিতা
মাটির চোখে জলদেখো, সে কাঁদছে আজ
অঙ্গুরিমাল যারা তারা তার
সাথে নেই বলে,
মাটির কাছাকাছি থাকে যারা
তারা দূরে আছে
দূরেরা মাটির কাছে তাই।
রসায়নের দাপটে
জরে যাওয়া বুকে পলিকিট, ব্যাকটেরিয়া
আর
ছত্রাকের বিদায় বিষণ্নতা
মাটির বুকে সবুজের আল
আর আলের সবুজতা
আজ লুটেরার কব্জায়।
নুয়ে পড়া শরীরের পেশীতে
উজানের টান
আজ কোথায়?
ভাবো, খোঁজো, জাগো,
জেগে ওঠো শীত ঘুম থেকে।
------x-------
17 January, 2009
6:33:21 PM
Comments
Post a Comment