মুক্তির গান

আলী হোসেনের পুরনো কবিতা 

মুক্তির গান

কচুরিপানার নিচে
আমি কষ্টে আছি বেঁচে
আকাশের খোঁজে
কিংবা একটু আলোর আশায়
                       চোখ মেলি যখন
জঙ্গলের রাজত্ব আমাকে শাসায়
শুষ্কতার রোমকূপ বেয়ে 
নেমেছিলাম শীতলতার খোঁজে একদিন
আজ ফাটা ত্বকের যন্ত্রণায়
                      আমি দিশেহারা
এক বাধ্যতায় আবদ্ধ আমি
মুক্তির গান গাইবো কিভাবে?
খুঁজছি, খুঁজে চলেছি
লাইফ টাইম প্রিপেইড কানেকশনে
নেটওয়ার্কের কানা গলিতে;
একদিন সিগনাল পাবো
                        এই আশায়।
------x-------
16 January, 2009
6:12:10 PM

Comments

Popular Posts