ছেড়ে গেলে শেষবার

আমি কতবার ভেবেছি ভুলে যাব।
তুমি ভুলতে দাও নি একা;
একাই থেকেছো মন জুড়ে।
কতবার বলেছি ভুলে যাও, পথের কাঁটার মত আমি
ভোলোনি তখনও।

একাই থেকেছো স্বপ্ন ছুঁয়ে, বাতাসের পাখি হয়ে
হাওয়ায় ভেসেছো দিন-রাত।
স্বপ্নের চেয়েও দামি তুমি, বলেছি যতবার,
একাই থেকেছো স্বপ্ন হয়ে।

যখন জীবনের চেয়ে দামি হ’লে, ভাবছি বারংবার
তুমি ছেড়ে গেলে সেই, ছেড়ে গেলে শেষবার।

--------****-------

সোমবার, 09 মে 2011 10.38.00 অপরাহ্ন

Comments

Popular Posts