মনের মানুষ
যখন ঝড়ের পাখি হয়ে আসে বসন্ত
আমার মন খারাপ হয়
কখনও কখনও রঙও লাগে মনে
বাতাসের কানে ফুসমন্তর হয়ে গেয়ে যায় রাত্রির কালো,
আবার কখনও প্রত্যুষের আবছা আলোও।
এক সময় তাদেরই নিয়ে ভালোবাসার পানসি ভাসায়
আমার মনের মানুষ।
ক্রমে ভালোবাসার ভাঁড়ার শূ্ন্য হয়,
শূন্য হয়, শুন্য হয়, শুন্য হতে থাকে মনের আলো।
তারপর, তারপর আরও পরে
মাঝ-আকাশে, কিম্বা নভোমণ্ডলের প্রায় প্রান্তে পৌছে দেখি
মনের মানুষ আমার মনের কাছেই নেই
নেই ঝড়ের পাখি বসন্তও;
কেবল পড়ে আছে ঝড়ে-ভাঙা বাসা
আর চঞ্চল লালি-বসন্তের সেই স্বপ্ন-কঙ্কাল
দাঁড়িয়ে আছে বিনা-পয়সার টিকিট হাতে
আমার সে...ই সত্য, একা
আমার মনের মানুষ।
--------****------- রবিবার, 28 আগস্ট 2011
13.48.14
আমার মন খারাপ হয়
কখনও কখনও রঙও লাগে মনে
বাতাসের কানে ফুসমন্তর হয়ে গেয়ে যায় রাত্রির কালো,
আবার কখনও প্রত্যুষের আবছা আলোও।
এক সময় তাদেরই নিয়ে ভালোবাসার পানসি ভাসায়
আমার মনের মানুষ।
ক্রমে ভালোবাসার ভাঁড়ার শূ্ন্য হয়,
শূন্য হয়, শুন্য হয়, শুন্য হতে থাকে মনের আলো।
তারপর, তারপর আরও পরে
মাঝ-আকাশে, কিম্বা নভোমণ্ডলের প্রায় প্রান্তে পৌছে দেখি
মনের মানুষ আমার মনের কাছেই নেই
নেই ঝড়ের পাখি বসন্তও;
কেবল পড়ে আছে ঝড়ে-ভাঙা বাসা
আর চঞ্চল লালি-বসন্তের সেই স্বপ্ন-কঙ্কাল
দাঁড়িয়ে আছে বিনা-পয়সার টিকিট হাতে
আমার সে...ই সত্য, একা
আমার মনের মানুষ।
--------****------- রবিবার, 28 আগস্ট 2011
13.48.14
Comments
Post a Comment