শুধু পাতা নও

পাতার মত সবুজ হয়েছিলে যখন
আমি লাল গোলাপের মত ফুটে ছিলাম।
প্রতি মাসে, ফোঁটা ফোঁটা রক্তের স্রোতে
ভেসে গেলাম কোন এক লালি বসন্তে।

তুমি আরও সবুজ হলে, সবুজ হলে ক্ষণে ক্ষণে
বাতাসের মত প্রাণ ভ্রমরার পরশ পেলে বুকে
আমি ফলের মত ঝুলে গেলাম প্লাসেন্টায়।

তুমি পাতার মত ছাতা হলে আমার,
আমার প্রাণের মত দামি হলে তুমি
শুধু পাতা নও

তুমি পতার মত মাতা হলে তারপর।



--------****------- রবিবার, 26 জুন 2011

4.08.29 অপরাহ্ন

Comments

Popular Posts