সময়ের সালতামামি
এখন, চোখ বুঁজোলেই ফিরে ফিরে আসে ছোট্টবেলা
ছোট্ট ঘরের মধ্যে গুটিগুটি পায় হাঁটতে থাকি,
হাটতে থাকি সারা উঠোন
কিন্তু কোথায় যাব! জানিনে
এখন, চোখ বুঁজোলেই ফিরে আসে কিশোরবেলা,
এপাড়ায় ওপাড়ায় মাঠেঘাটে ঘুরতে থাকি,
হাটতে থাকি সারা মনসলোকে
কিন্তু কেন! কিচ্ছু জানিনে
এখন, চোখ বন্ধ করলেই চলে আসে যৌবনবেলাও
ঘর, পাড়া, মাঠঘাট ছেড়ে শহরে লম্বাপায় ছুটতে থাকি,
খুঁজতে থাকি জীবনের মানে
তবু বুঝতে পারিনে অনেক কিছু
কেন! তাও ঠিকঠাক জানিনে
এখনও চোখ বুঁজোলে বুঝতে পারিনে গন্তব্য
চল্লিশার আলোর বাড়ন্ত বেলায়
ছুটতে থাকি জোরে, আরও আরও জোরে
কিন্তু গন্তব্য কত দূর! তাও বুঝিনে
এখন চোখ বুঁজোলে বুঝতে পারিনে অনেক কিছুই
তবে সূর্য যে ঢলেছে অনেক দূর!
তা বেশ দেখতে পাই
অতীত, বর্তমান আর আগামীর চুলচেরা বিশ্লেষনে
চলতে থাকি, ভাবতে থাকি সন্তর্পনে
কিন্তু চোখ বুঁজোনোর সময়কে ধরতে পারিনে।
-------------//-------------------
সোমবার, 30 এপ্রিল 2012
10.00.20
ছোট্ট ঘরের মধ্যে গুটিগুটি পায় হাঁটতে থাকি,
হাটতে থাকি সারা উঠোন
কিন্তু কোথায় যাব! জানিনে
এখন, চোখ বুঁজোলেই ফিরে আসে কিশোরবেলা,
এপাড়ায় ওপাড়ায় মাঠেঘাটে ঘুরতে থাকি,
হাটতে থাকি সারা মনসলোকে
কিন্তু কেন! কিচ্ছু জানিনে
এখন, চোখ বন্ধ করলেই চলে আসে যৌবনবেলাও
ঘর, পাড়া, মাঠঘাট ছেড়ে শহরে লম্বাপায় ছুটতে থাকি,
খুঁজতে থাকি জীবনের মানে
তবু বুঝতে পারিনে অনেক কিছু
কেন! তাও ঠিকঠাক জানিনে
এখনও চোখ বুঁজোলে বুঝতে পারিনে গন্তব্য
চল্লিশার আলোর বাড়ন্ত বেলায়
ছুটতে থাকি জোরে, আরও আরও জোরে
কিন্তু গন্তব্য কত দূর! তাও বুঝিনে
এখন চোখ বুঁজোলে বুঝতে পারিনে অনেক কিছুই
তবে সূর্য যে ঢলেছে অনেক দূর!
তা বেশ দেখতে পাই
অতীত, বর্তমান আর আগামীর চুলচেরা বিশ্লেষনে
চলতে থাকি, ভাবতে থাকি সন্তর্পনে
কিন্তু চোখ বুঁজোনোর সময়কে ধরতে পারিনে।
-------------//-------------------
সোমবার, 30 এপ্রিল 2012
10.00.20
Comments
Post a Comment