বড় হলাম বলে
১
আমি ছোট ছিলাম
তাই চড়াইয়ের ঠোঁটে চাল ছিল
আমি ছোট ছিলাম
বলে চড়াইয়ের চাল-চুলো ছিল
আমি ছোট ছিলাম
বলে গাছে খেজুর আর রস ছিল
আমি ছোট ছিলাম
বলে শিউলীর চুলায় জ্বাল ছিল
আমি ছোট ছিলাম
বলে গোয়ালে হাল-বলদ ছিল
আমি বড় হলাম বলেই
সব পাল্টে গেল।
২
আমি বড় হলাম
বলে পাকারস সে বিষাদ হল
আমি বড় হলাম
বলে অভিমানে ঢেঁকি চলে গেল
আমি বড় হলাম
বলে গুঁয়ে-শালিকটা বেকার হল
আমি বড় হলাম
বলে জল-ঢোঁড়াও ইতিহাস হল
আমি বড় হলাম
বলে ইতিহাসটাই পাল্টে গেল
কেননা, পালটে যাওয়াটা
বড় প্রয়োজন ছিল।
---------******--------
Sunday, February 01, 2009
11:57:26 PM
Ali Hossain
H/O : Asraf Ali Nasker
Brahmapur, Battala Bazar
( Near Post Office )
Kolkata-7000 96
Phone: 9432983876
আমি ছোট ছিলাম
তাই চড়াইয়ের ঠোঁটে চাল ছিল
আমি ছোট ছিলাম
বলে চড়াইয়ের চাল-চুলো ছিল
আমি ছোট ছিলাম
বলে গাছে খেজুর আর রস ছিল
আমি ছোট ছিলাম
বলে শিউলীর চুলায় জ্বাল ছিল
আমি ছোট ছিলাম
বলে গোয়ালে হাল-বলদ ছিল
আমি বড় হলাম বলেই
সব পাল্টে গেল।
২
আমি বড় হলাম
বলে পাকারস সে বিষাদ হল
আমি বড় হলাম
বলে অভিমানে ঢেঁকি চলে গেল
আমি বড় হলাম
বলে গুঁয়ে-শালিকটা বেকার হল
আমি বড় হলাম
বলে জল-ঢোঁড়াও ইতিহাস হল
আমি বড় হলাম
বলে ইতিহাসটাই পাল্টে গেল
কেননা, পালটে যাওয়াটা
বড় প্রয়োজন ছিল।
---------******--------
Sunday, February 01, 2009
11:57:26 PM
Ali Hossain
H/O : Asraf Ali Nasker
Brahmapur, Battala Bazar
( Near Post Office )
Kolkata-7000 96
Phone: 9432983876
Comments
Post a Comment