তাই, জেগেছিল সে

তাই, জেগেছিল সে
আলী হোসেন

একদিন, একদিন পুকুরের ঘাটে
দেখেছিলাম একা তোমার ভিজে শরীর
দেখেছিলাম পীনোন্নত বুকের জেগে ওঠা
মুক্তির বাসনা
সেদিন জেগেছিল সে

ভিজে কাপড়ের সাথে সেকি মাখামাখি তোমার
তাই তো ভিজে কাপড় হ’তে
চেয়েছিলাম আমি
সেদিনও জেগেছিল সে

দুঘে-আলতায় নিকানো কপালের মাঝখানে
কাঁচপোকার মত টিপ দেখেছিলাম যেদিন
কাঁচপোকা হ’তে জেগেছিলাম
অথবা
নব দিগন্তে লাল-বেলার মত
দু’ভুরুর মাঝে দেখেছিলাম তাকে
উজ্জ্বল কোন দিনের প্রতীক হয়ে ভাসতে
সেদিন জেগেছিল সে

কৃষ্ণ-চতুর্থীর রাতে নষ্টচন্দ্রের মত চেয়েছিলে
দু’হাত তুলেছিলে বেনেবৌ হতে
লাঞ্ছিত হওয়ার ভয়ে
তাই সেদিনও না জেগে পারে নি

আজও সে জাগে, কখনও কাকঘুম-ঘোরে
প্রিয়ার দুর্বল বুকের ছোঁয়ায়
পীনোন্নত চেতনায়
জেগে থাকার জন্য
তাই তোমায়
আজও ভুলিনি, ভুলবো না কোন দিন।

Monday, February 02, 2009
12:58:53 PM
‘nxun gix’
20 February 2009
Ali Hossain
H/O : Asraf Ali Nasker
Brahmapur, Battala Bazar
( Near Post Office )
Kolkata-7000 96

Phone: 9432983876

Comments

Popular Posts