নান্দীমুখ, তোমার জন্য
নান্দীমুখ, তোমার জন্য
আলী হোসেন
নিশিতে তুমি নিশাপতি
নিশান্তে সূর্যমুখী কোন
দিনান্তে নিদমহলায় তুমি
লজ্জাবতি যেন।
নিস্তল সমুদ্রে তুমি নিস্তরনী
নিশ্বাসের নিলয়ে তুমি নির্মাল্য
তাই,
নিশিতের নিশিগন্ধায় নিষুপ্ত আমি
তোমার জন্য জাগি।
বিনাশের অদম্য আশঙ্কায়
আমি তোমার কথা ভাবি
নিঘুম নিশিতে আমি
তোমাকে স্বপ্নে দেখি।
প্রভাতের নিকানো উঠানে আজ
তুমি নওলী নিসিন্ধার মত
নতুন বসন্তে নতুন মল্লিকায়
নতুন নফল কুঁড়ি যেন
বিশ্বাসের নক্ষত্রপথে নষ্টচন্দ্র।
নান্দীমুখের আয়োজন
তাই তোমার জন্য।
Sunday, February 01, 2009
03:36:03 AM
Ali Hossain
H/O : Asraf Ali Nasker
Brahmapur, Battala Bazar
( Near Post Office )
Kolkata-7000 96
Phone: 9432983876
আলী হোসেন
নিশিতে তুমি নিশাপতি
নিশান্তে সূর্যমুখী কোন
দিনান্তে নিদমহলায় তুমি
লজ্জাবতি যেন।
নিস্তল সমুদ্রে তুমি নিস্তরনী
নিশ্বাসের নিলয়ে তুমি নির্মাল্য
তাই,
নিশিতের নিশিগন্ধায় নিষুপ্ত আমি
তোমার জন্য জাগি।
বিনাশের অদম্য আশঙ্কায়
আমি তোমার কথা ভাবি
নিঘুম নিশিতে আমি
তোমাকে স্বপ্নে দেখি।
প্রভাতের নিকানো উঠানে আজ
তুমি নওলী নিসিন্ধার মত
নতুন বসন্তে নতুন মল্লিকায়
নতুন নফল কুঁড়ি যেন
বিশ্বাসের নক্ষত্রপথে নষ্টচন্দ্র।
নান্দীমুখের আয়োজন
তাই তোমার জন্য।
Sunday, February 01, 2009
03:36:03 AM
Ali Hossain
H/O : Asraf Ali Nasker
Brahmapur, Battala Bazar
( Near Post Office )
Kolkata-7000 96
Phone: 9432983876
Comments
Post a Comment