ভার্চুয়াল রোয়াকে
ভার্চুয়াল রোয়াকে
আলী হোসেন
মাছে-ভাতে বাঙালি
আড্ডার বাঙালি,
দেখা যেত কফি-শপে
কিম্বা কোন রোয়াকে,
চিনে নিত বিশ্ব
চেনা যেত এভাবে
বাঙালির পরিচয়
এভাবেই দেওয়াতে।
আজ তার পরিচয়
অনেকটা পাল্টে
বাঙালি সে মজে আছে
রোলে আর চাউ-এতে,
ফিসফ্রাই এগরোল
ঢুকে গেছে মেনুতে
শিশুরাও মজে আছে
নেটিং আর গেমেতে।
রোয়াকের আড্ডাটা
উঠে গেছে কাফেতে
কাফেগুলি মজে আছে
নেটিং-এর খোয়াবে,
নেটে বসে একাকী
চ্যাটিং-এর কারনে
পরিনত হয় কাফে
ভার্চুয়াল রোয়াকে।
দুরে থাকা বন্ধুরা
ঘরে ঢোকে ক্ষণিকে
ওয়েভ ক্যাম আছে তাই
ঢোকে তারা সটানে
বিশ্বটা জড় হয়
ভার্চুয়াল রোয়াকে
মাউসের ক্লিকে বা
কীবোর্ডের বাটনে।
Tuesday, January 27, 2009
5:18:16 PM
Ali Hossain
H/O : Asraf Ali Nasker
Brahmapur, Battala Bazar
( Near Post Office )
Kolkata-7000 96
Phone: 9432983876
প্রকাশিত, অন্য শাব্দিক 26 April 2009
Comments
Post a Comment